আজকে আমি সিঙ্গেল আছি বলে-!
১.ঘুরতে যাওয়ার আগে বাবা-মায়ের পারমিশন নিই।
২.বন্ধুদের সময় দিতে পারি আর সম্পর্ক খারাপ হয়না।
৩.কেউ আমাকে পারফেক্ট হওয়ার জন্য জোর করেনা। কেউ বলেনা "তোমাকে ক্যাটরিনা কাইফ হইতেই হবে"।
৪.অনলাইন হওয়া নিয়ে ঝগড়া আর ফেসবুক পাসওয়ার্ড অন্য কাউকে দিতে হয়না।
৫.টয়লেট যাওয়ার আগে পারমিশন নিতে হয়না "বাবু আমি কি যাবো"?
৬.দোষ না করেও বারবার সরি বলতে হয়না।
৭.কষ্ট পাইয়া সারারাত কান্নাকাটি করতে হয়না।
৮.যখন তখন এখানে দেখা করো,ওখানে দেখা করো এই ঝামেলা বইতে হয়না।
৯.চুমু দিয়ে কারো জ্বর সারাইতে হয়না।
১০.কোন বন্ধুর সাথে কি কথা কইলাম সেই কৈফিয়ত দিতে হয়না।
১১.বিভিন্ন আন্তর্জাতিক ডে'তে দামি দামি গিফ্ট দিতে হয়না।
১২.মাসিক বিরিয়ানির খরচ বেঁচে যায়,সেই টাকায় দুইটা বই কিনি।
১৩.আবার রাত হইলে হর্নি পোলাপাইনের সাথে হর্নি গল্প করতে হয়না।
১৪.বৃষ্টি হইলেই স্ট্যাটাস দিতে হয়না,"আসো তোমার সঙ্গে ভিজি প্রিয়।"
১৫.বাচ্চা কাচ্ছার নাম ঠিক করতে হয়না, ছেলে হইবো না মেয়ে হইবো এই নিয়া সারারাইত ঝগড়া করতে হয়না।
১৬.দেখতে খারাপ লাগতেসে দেইখ্যাও বলতে হয়না "বাবু তোমাকে অপ্সরার মতন লাগতেসে"!
১৭.নিজের আত্মীয়-স্বজনদের ভুইলা অন্যের আত্মীয়দের প্রায়োরিটি দিতে হয়না।
১৮.শুইয়া থাকলাম না বইসা থাকলাম, খাইলাম নাকি হাগলাম ২ মিনিট পর পর এইগুলার ইন্টারভিউ দিতে হয় না!
আজকে আমি সিঙ্গেল আছি বলে, Bengali shayari for Singles by Shayars Mehfil
আজকে আমি সিঙ্গেল আছি বলে, Bengali shayari for Singles by Shayars Mehfil, আজকে আমি সিঙ্গেল আছি বলে, shayars Mehfil, shayari for singles, single funny s